1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
- dailybanglakhabor24.com
  • July 5, 2024, 6:34 am

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ | দুপুর ১২:৩৪
  • 44 Time View

শিল্পকলায় শচীন দেব বর্মন উৎসব
সাংস্কৃতিক প্রতিবেদক
সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখার আয়োজনে শিল্পকলায় শুরু হলো দুইদিনের শচীন দেব বর্মন সংগীত উৎসব।
শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় ভক্তনাট্যশালার মূল মিলনায়তনে দুইদিনের এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ আলম সারওয়ার, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
সভাপতিত্ব করবেন বহ্নিশিখা’র সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ।
অনুষ্ঠানের শুরুতে আয়োজক সংস্থা দলীয়ভাবে পরিবেশন করে “দূর কোন পরবাসে “।
এককভাবে চন্দনা মজুমদার পরিবেশন করে ” কে যাসরে ভাটির, রঙিলা রঙিলা রঙ্গিলারে, ও ভোমরা,’ মামুন জাহিদ খান পরিবেশন করেন, তুমি আর নেই সেই তুমি” কাঁদিবোনা ফাগুন গেলে,বর্ণে গন্ধে ছন্দে গীতিতে,সন্দীপন গেয়ে শোনান “ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে, শোনো গো দখিনা হাওয়া, ডা. মাহজাবিন শাওলী পরিবেশন করেন ” তুমি এসেছিলে পরশু আবিদা রহমান সেতু শোনান এই চৈতী সন্ধ্যায় তুমি যেও না ইত্যাদি।
কে এম খালিদ বলেন, সংস্কৃতির ধারাকে ধরে রাখতে হলে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ধরে রাখতে হবে। কারণ চারদলীয় জোট এবং স্বৈারাচর আমলে কোনো অনুষ্ঠান করতে পারিনি। তারা সেসময় ওয়াজ মাহফিল শুরু করে দিত।
শাহ আলম সারওয়ার বলেন, সংস্কৃতি মানুষের মননকে নির্মাণ ও মনকে পরিশুদ্ধ করে।সংস্কৃতির মধ্য দিয়ে জীবন প্রাচূর্যময় হয়।
গোলাম কুদ্দুছ বলেন, উপমহাদেশের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন আমাদের আত্মার আত্মীয় ছিলেন। তিনি রাজ পরিবারের জৌলুশ ত্যাগ করে সঙ্গীতের জীবন বেছে নিয়েছিলেন।
শনিবার শেষ হবে দুইদিনের এই সংগীত উৎসব। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা,আসাম,মেঘালয়ের শিল্পীরা অংশ নিচ্ছেন এবারের উৎসবে।
অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন। এস.ডি, বর্মন নামে পরিচিত এই সঙ্গীতজ্ঞ ১৯০৬ সালে কুমিল্লার রাজ পরিবারে জন্ম নেন। কেবল সঙ্গীতশিল্পী হিসেবে নয়, গীতিকার সুরকার হিসেবেও স্বার্থক তিনি। পালন করেছেন বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category