মোহাম্মদ সেলিম মিয়া
চায়ে চিনি কম হওয়ায় রাব্বি নামের এক প্রোডাকশন বয়ের মুখে গরম চা ঢেলে দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। আজ দুপুরে দোলন চাঁপা শুটিং হাউজে নির্মাতা আদিবাসী মিজানের শুটিং সেটে এঘটনা ঘটে।
এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার বলেন, নির্মাতা আদিবাসি মিজানের একটি নাটকের শুটিং সেটে কাজ করছিলেন প্রোডাকশন বয় মোঃ রাব্বি। আজ দুপুর ১২ টায় অভিনেতা শামীম হাসান সরকার প্রোডাকশন বয় রাব্বির কাছে চা চেয়েছেন, প্রোডাকশন বয় রাব্বি সাথে সাথে চা দেন কিন্তু সেই চায়ে চিনি কম হওয়াতে শামীম হাসান প্রোডাকশন বয়কে ধরে জোর করে তার মূখে গরম চা ঢেলে দেন।
তিনি আরও বলেন, নির্মাতার কাছে বিষয়টি জানানো হলে এখনো তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
এ বিষয়টি জানার জন্য নির্মাতা আদিবাসি মিজানের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গুরুতর দগ্ধ হয়ে প্রোডাকশন বয় রাব্বি বর্তমানে উত্তরার আধুনিক মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।