1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
১০ শতাংশ বাড়ছে ঢাকা ওয়াসার পানির দাম - dailybanglakhabor24.com
  • November 25, 2024, 4:33 pm

১০ শতাংশ বাড়ছে ঢাকা ওয়াসার পানির দাম

  • Update Time : বুধবার, মে ২৯, ২০২৪ | রাত ১০:৩৩
  • 15 Time View

মূল্যস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে আবাসিক ও বাণিজ্যিক সংযোগের প্রতি ১ হাজার লিটার পানির মূল্য ১০ শতাংশ বাড়াতে যাচ্ছে ঢাকা ওয়াসা। নতুন মূল্য ১ জুলাই থেকে কার্যকর হবে।

বুধবার ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয় করার লক্ষ্যে পানির দাম বৃদ্ধি করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিলসহ সব ধরনের (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে। ১ জুলাই থেকে তা কার্যকর হবে।

সবশেষ ২০২২ সালের জুলাইয়ে ঢাকা ওয়াসা পানির দাম পাঁচ শতাংশ বাড়িয়েছিল। ওয়াসা ২০১৭ সাল থেকে শুরু করে টানা তিন বছর পাঁচ শতাংশ করে পানির দাম বাড়িয়েছে। সরকারের অনুমোদনের পর ২০২০ সালে আবাসিক গ্রাহকদের জন্য পানির দাম ২৫ শতাংশ বাড়ানো হয়েছিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category