নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মমতাজুল করিম বাবা হুজুর সোমবার রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর আল কারিম হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ডুলিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি সম্প্রতি হাসপাতালে ভর্তি হন।
মরহুম বাবা হুজুর চরমোনাইর মরহুম পীর শায়খ ইসহাক (রহ.)-এর জামাতা ছিলেন।
বাবাহুজুরের নামাজে জানাজা আজ ( ২৮ মার্চ মঙ্গলবার-) বাদ আসর হাটহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং মাদরাসার কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুর খবরে গভীর রাতেও আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে।