জয়পুরহাট প্রতিনিধি
নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে জয়পুরহাটে মশাল মিছিল করেছে জেলা যুবদল। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।
শনিবার সন্ধ্যায় শহরের জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জানিয়ার বাগান এলাকায় এই মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, মহিদুল ইসলাম রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুমিন খন্দকার ডালিম, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান প্রমুখ।