1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫ - dailybanglakhabor24.com
  • July 8, 2024, 9:47 pm

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

  • Update Time : রবিবার, এপ্রিল ৯, ২০২৩ | রাত ৩:৪৭
  • 67 Time View

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩৫ জন।
এদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় পাঁচ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ অন্যান্য ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় কুশিয়ারতলা গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাবেক মেম্বার আজমান মিয়া ও একই গ্রামের কাছম আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি ভূমির দুই লাখ টাকার হিসেবসহ পূর্ব বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়।
কিন্তু কোন সুরাহা হয়নি। এনিয়ে শনিবারও উল্লেখিত সময়ে ফের দু’পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে একজন নিহত হয়।
আরো বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে, আলমগীর মিয়া (৪০), আব্দুল হান্নান (৪০), তোফাজ্জল মিয়া (৩৫), অলি রহমান (৭০), আফরোজ মিয়া (১৭), আনিক মিয়া (৩৫), আজিজুল হক (২৫), ফয়সাল আহমেদ (৩০), সাইদুর রহমান (৩০), জাবেদ মিয়া (২০), লীল বানু (৫২), সাইফুল ইসলাম (২৬), শামিম আহমেদ (৩২), মোহাম্মদ আলী (৪০), জাহির মিয়া (৫০), দুলাল মিয়া (৪৫), জবেদ মিয়া (৩৭), নাজম মিয়া (৩৫), কদ্দুস মিয়া (৪৫), শাহিদ মিয়া (৩৫), মোস্তাক মিয়া (২৫), আছকির মিয়া (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category