অনলাইন ডেস্ক
রাজধানীর সেন্ট্রাল হসপিটালে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সেইসঙ্গে অধ্যাপক ডা. সংযুক্তা সাহা কোনো ধরনের চিকিৎসা কার্যক্রমের যুক্ত থাকতে পারবেন না।
আজ শুক্রবার বিকালে অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ও উপ-পরিচালক মাঈনুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত এই সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণার বলি হয়ে নবজাতকের মৃত্যু এবং প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় ওই নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বিকালে হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ও উপ-পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে এসব নির্দেশনা দেওয়া হয়।