বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল-কুরআন নাযিলের মাস মাহে রমাদান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। পবিত্র মাহে রমাদান থেকে শিক্ষা নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে। রমাদান হচ্ছে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের প্রশিক্ষণের মাস। জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। সামাজিক বৈষম্য ও ধনী-গরিবের ব্যবধান কমিয়ে ক্ষুধা-দারিদ্র মুক্ত সমাজ প্রতিষ্ঠায় মাহে রমাদানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।”
তিনি গতকাল ১৬ মার্চ শনিবার পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা উবায়দুল হক শাহিন, সমাজ সেবক ফয়জুল হক ও ফয়ছল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ অসহায় মানুষের সাহায্যে সামর্থ্য অনুযায়ী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।