নিজস্ব প্রতিবেদক
তত্ত্বাবধায়ক সরকার ও সরকার পতনের একদফা দাবিতে নয়াপল্টনে আজকের সমাবেশকে ঘিরে ব্যাপক শোডাউন করেছে বিএনপি। দুপুর ১২টার মধ্যেই নয়াপল্টনের দুই পাশ নেতাকর্মীদের মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীতে নেতাকর্মীরা নয়াপল্টনে ঢুকতে না পেরে অবস্থান নেন আশপাশের এলাকায়। দুপুর ১টার মধ্যে শান্তিনগর, আরামবাগ, পুরানাপল্টন লোকে লোকারণ্য হয়ে পড়ে।
আজকের এই সমাবেশে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ছাড়াও ইউট্যাব, ড্যাব, পেশাজীবি পরিষদ, জেটেবসহ বিভিন্ন সংগঠনগুলোও ব্যাপক সংখ্যক নেতাকর্মী নিয়ে এ সমাবেশে যোগ দিচ্ছেন।
এদিকে এ সমাবেশকে কেন্দ্র করে বেলা ১১টা থেকেই বন্ধ হয়ে গেছে নয়াপল্টন, দৈনিক বাংলা, পুরানাপল্টন সড়ক। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যেসব পরিবহন সাড়ে এগারটার সময় জ্যামে আটকা পড়েছে সে গাড়ীগুলো এ রিপোর্ট লেখা পর্যন্ত একই জায়গায় অবস্থান করছে। বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর কারণে দায়িত্ব ট্রাফিক ও সার্জেন্ট যানজট পরিস্কার করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নেতাকর্মীরাদের মিছিল সহকারে সমাবেশস্থলে আসা অব্যাহত আছে।