1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
শ্রেণিকক্ষে পাঠদান নির্বিঘ্ন করতে যে নিষেধাজ্ঞা দিল মাউশি - dailybanglakhabor24.com
  • July 6, 2024, 7:57 pm

শ্রেণিকক্ষে পাঠদান নির্বিঘ্ন করতে যে নিষেধাজ্ঞা দিল মাউশি

  • Update Time : সোমবার, জুলাই ২৪, ২০২৩ | রাত ১:৫৭
  • 56 Time View

অনলাইন ডেস্ক
মাধ্যমিক স্তরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের এক কক্ষে একসঙ্গে পাঠদানের অভিযোগে এবার নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।   
রবিবার অধিদপ্তর এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়, ‘অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক স্তরের কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের একইসঙ্গে এককক্ষে এনে শ্রেণি পাঠদান করানো হচ্ছে, মর্মে শোনা যাচ্ছে। এতে স্বাভাবিক শ্রেণি পাঠদান বিঘ্নিত হচ্ছে।
এমতাবস্থায় নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেক শাখার শিক্ষার্থীদের স্ব-স্ব শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধানশিক্ষক এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধানশিক্ষককে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category