সাংস্কৃতিক প্রতিবেদক
নদীমাতৃক বাংলাদেশের নদীর পানি দূষিত, দখল হয়ে যাচ্ছে নদী, নদী তীরবর্তী মানুষের জীবন বদলে যাচ্ছে। এসব বিষয় শিল্পকর্মে তুলে ধরেছেন শিল্পী হামিদুজ্জামান খান।
আর সেসব শিল্পকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় শুরু হলো ‘নদীমাতৃক’ শীর্ষক প্রদর্শনী।গতকাল শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান ও নগর গবেষক ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী হামিদুজ্জামান খান। উদ্বোধনী পর্বে শিল্পী হামিদুজ্জামান খানের ‘ছয় দশকের স্কেচ’ শিরোনামে একটি গ্রন্থের মোড়কও উন্মোচন করেন অতিথিরা।
প্রধানত রাজধানীর চারপাশের বুড়িগঙ্গার দুই, তীর, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, ধলেশ্বরী, pনারায়ণগঞ্জ বন্দর, বুড়িগঙ্গার আকাশ, আহসান মঞ্জিল, শ্যামবাজার, বাবুবাজার ব্রিজ, বসিলা এসব স্থানের চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
প্রদর্শনীতে শিল্পীর ৬৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি ম
৩ অক্টোবর শেষ হবে এই প্রদর্শনী।