1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
শিল্পকলায় "অচলায়তনের অপ্সরী - dailybanglakhabor24.com
  • July 5, 2024, 7:32 pm

শিল্পকলায় “অচলায়তনের অপ্সরী

  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ | রাত ১:৩২
  • 43 Time View

মোহাম্মদ সেলিম মিয়া

নারী পাচার, শিশু অধিকার নিশ্চিত, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ থিয়েটার মঞ্চায়ন করেছে ব্যতিক্রমী গল্পের নাটক ‘অচলায়তনের অপ্সরী’।
মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল পুলিশ থিয়েটারের চতুর্থ প্রযোজনার তৃতীয় মঞ্চায়ন।
বাংলাদেশ পুলিশ সমাজের সব স্তরে অপরাধ নির্মূলে বদ্ধপরিকর।
দেশের ১৪টি রেজিস্টার্ড পতিতাপল্লী একসময় অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছিল। নারী পাচার, মাদক, চাঁদাবাজ সিন্ডিকেটের আস্তানাও হয়ে উঠেছিল পতিতাপল্লীগুলো। অন্ধকার জগৎ বিধায় কেউ খুব বেশি জানারও চেষ্টা করত না এ জায়গা সম্পর্কে। এ সুযোগটি নিত অপরাধীরা।
পুলিশি তৎপরতায় সে অবস্থার অবসান হতে চলেছে। পতিতালয়কেন্দ্রিক অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে পুলিশি অবস্থান জানানোর জন্যই পুলিশ থিয়েটারের এ নাটক। পতিতাপল্লীতে জন্ম নেওয়া কোনো শিশুই তার জন্মের জন্য দায়ী নয়। এ কারণে সমাজে তাদের স্বাভাবিক জীবনযাপনে বাধা দেওয়া কোনো সচেতন নাগরিকের উচিত নয়।
এই শিশুদেরও অধিকার আছে পড়ালেখা করার, রাষ্ট্রের সব সুবিধা ভোগ করার। পতিতাবৃত্তি সামাজিকভাবে ঘৃণিত হলেও আইনসিদ্ধ। তারাও এ দেশের নাগরিক। তাই তাদেরও অধিকার আছে মৃত্যুর পর কবরস্থ হওয়ার। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি।
পুলিশ সদর দফতরের পরিদর্শক জাহিদুর রহমান রচিত ও নির্দেশিত অচলায়তনের অপ্সরী নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাকিবুল হাসান, তামান্না তমা, বিশ্বনাথ চক্রবর্তী, বিনয় কুমার, সাদিয়া আক্তার মিতু, সুখী আক্তার, শামীম চৌধুরী পাপন, মাহবুব আলম সবুজ, ওমর ফারুক রনি, জাহিদ রহমান, সোহাগ হোসাইন, আলী আকবর, শোয়াইবুর রহমান, দীপারানী, মেহেদী হাসান প্রিন্স, সিফাত আলম, মিজান, রুহুল আমিন হিরো, শামীম ইসলাম, মো. নুরু মিয়া, হাসিবুর রহমান শান্ত, নুসরাত শারমীন, ফারিহা আলমগীর ও ইতু।
অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় পালাকার নাট্যদলের নাটক ‘উজানে মৃত্যু”।

Please Share This Post in Your Social Media

More News Of This Category