1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
লালনের সুরে ভিজলো শিল্পকলা একাডেমি - dailybanglakhabor24.com
  • July 5, 2024, 6:30 pm

লালনের সুরে ভিজলো শিল্পকলা একাডেমি

  • Update Time : শনিবার, জুন ৩, ২০২৩ | রাত ১২:৩০
  • 64 Time View

মোহাম্মদ সেলিম মিয়া

লালনের সুরের সুধায় ভিজলো শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন। কথা ও সুরের অপূর্ব মিশেলে বাংলাদেশ ও ভারতের বাউলরা তুলে ধরলেন লালনের কীর্তিমালা।
লালনের ২৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনের বাউল উৎসবের দ্বিতীয় দিন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
আসরের দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করেন টুনটুন ফকির,আমানত ফকির, শফি মন্ডল,রিনা দাস, পারুল বালা, রেখা সুফিয়ানা প্রমুখ
শিল্পীদের সুরের মুর্চ্ছনা শেষে সম্মাননা প্রদানের সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মনিরুল আলম, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়া, লালন গবেষক আবদেল মান্নান প্রমুখ।
উৎসবের শেষ দিন শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ইছাপুরের হলিডে রিসোর্টে সংরক্ষিত প্রাচীন চাতাল ও মন্দিরে পরিবেশিত হবে লালন গোষ্ঠী, কৃষ্ণলীলা। এরপর বিকাল ৫টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত চলব লালন সুরের আসর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category