নিজস্ব প্রতিবেদক
শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কূটনীতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্টসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কুটনৈতিক প্রতিনিধিসহ এবি পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমেরিকান দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন, চীনা দূতাবাস এবং জাতিসংঘের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।
এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য-সচিব মজিবুর রহমান মনজুর সঞ্চালনায় রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম মিন্টু ও মাহমুদ আলম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান, গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, অপর অংশের খান আসাদুর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী, শাহ আহমেদ বাদল, জাতীয় পার্টির (জাফর) আহসান হাবিব লিংকন, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গাণী, গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির খোন্দকার গোলাম মোর্তজা, মো. মঞ্জুর হোসেন ঈসা, বিএলডিপির নাজিমউদ্দীন আল আজাদ, মুসলিম লীগের কাজী আবুল খায়ের, বিশিষ্ট রাজনীতিক এমএম আমিনুর রহমান, বাংলাদেশ পিপলস পার্টির বাবুল সর্দার চাখারী, বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম, গণমুক্তি জোটের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাবেক সচিব কাশেম মাসুদ, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, মুহাম্মদ রাশেদ খান।
পেশাজীবী ও বিশিষ্টজনদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএফইউজের এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের বাছির জামাল, মাহমুদ হাসান, এডভোকেট তৈমুর আলম খন্দকার, কর আইনজীবী আব্বাস।
এছাড়া এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, মিনহাজুল আবেদীন শরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এবি পার্টির যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম বঙ্গবাজার মার্কেটসহ দেশের বিভিন্নস্থানে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নানা রকমের ব্যর্থতা ও ঘটনা- দূর্ঘটনায় দেশ আজ নরকে পরিনত হয়েছে। এই অবস্থায় দেশ ও দেশবাসীর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। পুঁজি হারানো হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অচলায়তন ভেঙে নতুন দিনের নতুন অভিযাত্রার নাম। তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি, দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিচারবহির্ভূত হত্যাকান্ড, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের স্বাধীনতাকে হরন করে স্বাধীনতার অঙ্গীকারকে কলঙ্কিত করেছে। এ অবস্থা থেকে উত্তরণে এবি পার্টির প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।