অনলাইন ডেস্ক
রাজধানীতে গোপন মিটিং চলাকালে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে বনানী ওয়ারলেস গেট নবাবী রেস্টুরেন্ট থেকে তাদেরকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বনানী ওয়ারলেস গেট নবাবী রেস্টুরেন্টে জামায়াত-শিবিরের একটি গোপন মিটিং চলছে।
এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, বনানী থানা জামায়াতের আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রাফিসহ জামায়াত-শিবিরের ১০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।