সাংস্কৃতিক প্রতিবেদক
তুরস্কের ভূমিকম্পে বিধবস্তদের সহযোগিতায় রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি গ্যালারিতে শুরু হলো ” রাইজিং ফ্রম দ্য অ্যাশেজ” শিরোনামের প্রদর্শনী।
বাংলাদেশ ও তুরস্কের শিল্পীদের চিত্রকর্ম নিয়ে যৌথ এই প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হবে তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে।
শুক্রবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন তুরস্কের কুটনীতিক, শিল্প উৎসাহী এবং সামাজিক নেতৃবৃন্দরা।
উদ্বোধনকালে রাষ্ট্রদূত বলেন, এই প্রদর্শনীটি তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক সংযোগ আরো মজবুত করবে।আয়োজক ও তুর্কি শিল্পী তুবা আহসান বলেন, নারীর আত্মশক্তি যে উৎযাপন, বিভিন্ন জাতি ও সংস্কৃতিতে তার মিল পাই আমি। সেই সংযোগটা ধরার চেষ্টা করি আমার চিত্রকর্মে। আমি এসব চিত্রকর্ম বিক্রির মাধ্যমে মানবিক কাজ করতে চাই। এ আহবানে সবাই সারা দেবে এই আশা করি।
একযোগে এই প্রদর্শনীটি বিশ্বব্যাপী চলছে।
বাংলাদেশে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনীটি।