1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
ম্যাচ হেরে যা বললেন সাকিব - dailybanglakhabor24.com
  • November 4, 2024, 4:12 pm

ম্যাচ হেরে যা বললেন সাকিব

  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ | রাত ১০:১২
  • 52 Time View

অনলাইন ডেস্ক
শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার দলের ব্যাটাররা সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি।
পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে এশিয়া কাপ সুপার ফোরের যাত্রা করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে মোটে ১৯৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৬৩ বল হাতে রেখেই পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছে যায়।
টাইগারদের এমন ম্যাচ হারের দায় শুরুতে বাজে ব্যাটিংকে দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের পুরো ব্যাটিং ইউনিটকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।
সাকিব বলেছেন, ‌‘আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম।
তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি। এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরও ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল।
আমি আউট হওয়ার পর আর কোনো পার্টনারশিপ হয়নি। এ ধরনের উইকেটে এটা খুব খারাপ ব্যাটিং বলা যায়। পাকিস্তান এখন এক নম্বর দল, তাদের দলে তিনজন বিশ্বসেরা বোলার আছে। তারা ভালো করতে পারায় কাজটা সহজ হয়ে যায় ব্যাটারদের। তবে আমরা আমাদের বোলিং বিভাগে ভালো করছি’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category