1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
মুন্সীগঞ্জে চাঁদা না দেওয়ায় নারীকে গুলির অভিযোগ - dailybanglakhabor24.com
  • December 4, 2024, 12:56 am

মুন্সীগঞ্জে চাঁদা না দেওয়ায় নারীকে গুলির অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩ | সকাল ৬:৫৬
  • 51 Time View

ঢাকা মেডিকেল প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে দাবি করা চাঁদা না দেওয়ায় এক নারীকে গুলি করে আহত করেছেন স্থানীয় সন্ত্রাসীরা। এ অভিযোগ স্বজনদের।
গুলিবিদ্ধ নারীর নাম বিদ্যুৎ বেগম (৫০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি শ্রীনগর উপজেলার পূর্ব বাগরা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফ আলী হাওলাদারের স্ত্রী।
আহতের ছেলে মো. তুষার হাওলাদার বলেন, একই এলাকার হাশেম হাওলাদারের ছেলে চাঁদাবাজ মো, রাসেল ৮-১০ দিন যাবৎ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমরা তা দিতে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করায় বুধবার সন্ধ্যা ৬টার রাসেলসহ ৪-৫ জন আমার মাকে গুলি করে চলে যায়। গুলি তার পেটে বিদ্ধ হয়।
পরে আহত অবস্থায় স্থানীয় হাসপাতাল তাকে নেওয়া হয়। রাত সাড়ে ৯ টায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ নারী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category