বেফাকুল মাদারিস বাংলাদেশের প্রধান
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, বৃহত্তর নোয়াখালীর গর্ব, হাজার হাজার আলেমের ওস্তাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও নোয়াখালী জেলা সভাপতি, বেফাকুল মাদারিস বাংলাদেশের প্রধান প্রশিক্ষক, হযরত হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহি এর ঘণিষ্ঠ সহচর ও খলিফা, ওলামা বাজার মাদ্রাসার সাবেক মুহতামিম, মরহুম আল্লামা আব্দুল হালিম রহঃ ও জুলফিকার আহমদ নকশবন্দি এর খলিফা, ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ইসলামিয়া চরমটুয়া মাদ্রাসার শায়খুল হাদিস, নোয়াখালী সোনাপুর মারকাজুল উলুম মাদ্রাসার মহাপরিচালক, অসংখ্য গ্রন্হ প্রণেতা, বাংলাদেশের নাহু-ছরফের ইমাম হিসেবে খ্যাত,আল্লামা শিব্বির আহমদ সাহেব আজ ( ২৯ মার্চ-) বৃহস্পতিবার ইফতারের পূর্ব মুহূর্তে (সন্ধ্যা ৬.০০ টায়) ঢাকা মহাখালী স্টোর শেখ রাসেল ক্যান্সার হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নোয়াখালীর গনমানুষের নেতা সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস-চেয়ারম্যান জননেতা জনাব মোঃ শাহজাহান।
তিনি শোকবার্তায় মোঃ শাহজাহান বলেন
আল্লামা শিব্বির আহমদ ছিলেন বাংলাদেশের ক্ষণজন্মা এক মহাপুরুষ, যিনি বাংলাদেশসহ সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা হাজারো আলেমের ওস্তাদ। তাঁর মৃত্যুতে দেশ একজন ধর্মীয় অভিভাবক হারালো। মোঃ শাহজাহান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ মরহুমকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন।