অনলাইন ডেস্ক
ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ওয়াটার বাসের তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার ওয়াটার বাসটি ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধারের কথা জানান সদরঘাট নৌ থানার এসআই হাসান মারুফ।
নৌ পুলিশ জানিয়েছে, সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলঘাট যাওয়ার পথে বুড়িগঙ্গায় একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে সরকারি ওয়াটার বাসটি ডুবে যায়। এই ঘটনায় নৌ পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।
এখনো ১০-১৫ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাত হওয়ার কারণে ওয়াটার বাসটিতে যাত্রীর সংখ্যা বেশি ছিল।