ভাটারা থানা অন্তর্গত ৪০ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান থেকে ভাটারা থানা বিএনপির অন্যতম যুগ্ন আহবায়ক মোঃ বাবুল শেখ কে গ্রেপ্তার করায় মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে ।
শুক্রবার ১৫ মার্চ রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক এই তীব্র নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বর্তমান সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে একের পর এক বিএনপি নেতাদের গ্রেফতার করছে। এখন পুলিশ ইফতার পার্টি থেকেও নেতাদের গ্রেফতার করে। কোন গণতন্ত্রের দেশে পুলিশের এমন আচরণ মেনে নেওয়া যায় না।
আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বাবুল শেখকে দ্রুত মুক্তি দেওয়ার আহবান জানাচ্ছি।