বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশে এখন কী রাজনীতি চলছে, তা সবাই জানে। আজ যখন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি, তখন দেশের স্বাধীনতাই হারিয়ে যেতে বসেছে। আমরা অনেকটাই পরাধীন জাতিতে পরিণত হয়েছি। কারা স্বাধীনতা হরণ করছে, ব্যাংক লুট করছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে– তা সবাই জানে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলটি গঠিত ‘স্বাধীনতা দিবস উদযাপন কমিটি’র প্রথম বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক মেজর হাফিজ এ অভিযোগ করেন।
হাফিজ বলেন, বিএনপির ওপর যে অত্যাচার-নির্যাতন চলছে, বিশেষ করে নেতাকর্মী যে পুলিশি হামলা-মামলার সম্মুখীন হয়েছে; পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল তা ভোগ করেছে বলে জানা নেই। সন্দেহ নেই– অতি অল্প সময়ের মধ্যে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় আসীন হবে।
‘বিএনপি একটি হতাশাগ্রস্ত দল’– আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে হাফিজ বলেন, ‘বিএনপি মোটেই হতাশাগ্রস্ত দল নয়; দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিগত নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে রাষ্ট্রক্ষমতায় থাকত বিএনপি। দেশের অধিকাংশ মানুষ বিএনপিকেই সমর্থন করে। গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি অবশ্যই বিজয়ী হবে।
মেজর হাফিজ বলেন, মুক্তিযোদ্ধার সংখ্যা যুদ্ধকালীন ছিল ৮০ হাজার। খুব বেশি হলে এক লাখ। আজকে আড়াই লাখ মুক্তিযোদ্ধা দেখতে পাচ্ছি। এর জন্য দায়ী বর্তমান শাসক দল আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী, সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম আজাদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।