অনলাইন ডেস্ক
বিএনপির একদফা দাবি সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার এক টুইট বার্তায় শাহরিয়ার আলম এ মন্তব্য করেন।
শাহরিয়ার আল বলেন, ‘আমরা তা হতে দেবো না। আমরা শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে আপস করবো না।
সংবিধান পরিপন্থী যে কোনো দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি ‘ঘোলাপানিতে মাছ শিকারের’ পরিকল্পনা করছে।
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ‘একদফা’ আন্দোলনের ঘোষণা দেবে। তারা দাবি করে আসছেন যেন আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়।