অনলাইন ডেস্ক
রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত মোটরসাইকেল চালক ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা ইউলুপ ক্রসিংয়ের নিচের সড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১ টার দিকে জুয়েলকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন জুয়েল, চালাচ্ছিলেন আরেকজন। তখন একটি কাভার্ডভ্যান চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা দুজন আহত হন।
পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে জুয়েল মারা যান ও মোটরসাইকেল চালক চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
ওসি আরও জানান, জুয়েলের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। ঘটনার পর কাভার্ডভ্যান জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন।