অনলাইন প্রতিবেদক
নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার সন্ধ্যার দিকে বরিশালে সংবাদ সম্মেলন করে ফলাফল বর্জনের এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাজশাহী ও সিলেটে হাতপাখা প্রতীকের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া আগামী শুক্রবার বাদ জুমআ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দল।