নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রাইভেটকার। এনিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটলো টানেলে। শুক্রবার (০৩ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারের তিনজন সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু টানেলের সহকারী ম্যানেজার (নিরাপত্তা) জাহাঙ্গীর আলম বলেন, আমি ঘটনাস্থলে নেই। তবে সেইখানে থাকা কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। আহতের কোনো খবর পাইনি।
পরে আরও বিস্তারিত জানাতে পারব।
এদিকে, এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে- গাড়ির পেছনের অংশ দুমড়েমুচড়ে গেছে এবং গাড়িটি টানেলের ওয়াকওয়েতে আছড়ে পড়েছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর টানেল চালু হয়।
তিন দিনের মাথায় টানেলের ভিতরে একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এছাড়া টানেল চালুর দিনই আনোয়ারা প্রান্তে টোল প্লাজার অদুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাডো আইল্যান্ডের উপরে উঠে যায়।