নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (ইইডিইএ) এর ২০২৩-২৪ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। কমিটির সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান আলীর নেতৃত্বে সকল সদস্য ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন তারা। একই সঙ্গে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় মোনাজাত করেন ইইডিইএ নেতৃবৃন্দ।
এ সময় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।