অনলাইন ডেস্ক
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ২৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
ডেঙ্গুতে মৃত চন্দনা সিকদার (৫০) ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের সিকদার বাড়ী গ্রামের বাসিন্দা।
গত ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার তিনি মারা যান।
ডেঙ্গুতে মারা যাওয়া অপর দুই নারী হলেন- ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামের ছারোয়ার বেপারীর স্ত্রী আছিয়া বেগম (৫০)। তিনি বুধবার হাসপাতালে ভর্তি হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মারা যান।
অন্যজন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যসপুর গ্রামের বাসিন্দা মো. জাফর শেখের স্ত্রী রাজিয়া বেগম (৫০)। তিনি গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হাসপাতালে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মারা যান তিনি।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ৩০৪, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুর শহরের বাইরে উপজেলা পর্যায়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮ এবং বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।