1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
প্রকারান্তে সি‌লেট সিটিতে প্রার্থিতার ঘোষণা দিলেন আরিফুল - dailybanglakhabor24.com
  • May 8, 2024, 4:49 am

প্রকারান্তে সি‌লেট সিটিতে প্রার্থিতার ঘোষণা দিলেন আরিফুল

  • Update Time : সোমবার, মে ১, ২০২৩ | সকাল ১০:৪৯
  • 69 Time View

সিলেট প্রতিনিধি

প্রকারা‌ন্তে সি‌লেট সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে প্রার্থী হওয়ার ঘোষণা দি‌য়ে দি‌লেন মেয়র আরিফুল হক চৌধুরী। আজ সোমবার মে দিব‌সের এক অনুষ্ঠা‌নে তি‌নি ব‌লেন, ‘আমা‌দের দল নির্বাচ‌নে যা‌বে না এবং কেন আমরা সি‌লে‌টের প্রেক্ষাপ‌টে ‌নির্বাচ‌নে যা‌ব―দু‌টি বিষয় প‌রিষ্কার কর‌ব।’
আজ সোমবার দুপুর ১২টার দি‌কে নগরের রেজিস্টারি মাঠ থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে মিছিল বের করা হয়। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা এলাকায় এক সমাবেশের মধ্য দিয়ে মিছিল শেষ হয়। রে‌জিস্টারে মা‌ঠে মি‌ছিলপূর্ব বক্তৃতায় এসব কথা ব‌লেন মেয়র আরিফ।

তিনি ব‌লেন, ‘সি‌লেট মহানগ‌রে সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নের ঘোষণা হ‌য়ে‌ছে। সেই নির্বাচ‌নে আমা‌দের দল নির্বাচ‌নে অংশগ্রহণ কর‌বে না। কেন নির্বাচ‌নে যা‌বে না তার বি‌ভিন্ন কারণ এবং কেন আমরা আজ‌কে সি‌লে‌টের প্রেক্ষাপ‌টে নির্বাচ‌নে যাব―এ দু‌টি বিষয় প‌রিষ্কার করার জন‌্য সি‌লে‌টের তৌ‌হিদী জনতাকে নি‌য়ে আমি ২০ তা‌রিখ এই মাঠে আমার জনগ‌ণের সামনে সিদ্ধান্ত সুস্পষ্ট করব।’

তি‌নি ব‌লেন, ‘এই নির্বাচন যে প্রহস‌নের নির্বাচন তার এক‌টি জ্বলন্ত প্রমাণ হ‌লো, বাংলা‌দে‌শে যখন জাতীয়ভা‌বে ইভিএম প্রত‌্যাখ‌্যান করা হ‌য়ে‌ছে, সেখা‌নে সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে ইভিএম দেওয়া হ‌য়ে‌ছে।’

এটিকে ম‌্যাকা‌নিজমের অন‌্যতম মাধ‌্যম আখ‌্যা দি‌য়ে আরিফুল হক ব‌লেন, ‘নির্বাচ‌নে আপ‌নি আপনার পছ‌ন্দের প্রার্থী‌কে ভোট দে‌বেন, সে‌টি চ‌লে যা‌বে অন্যের পা‌ত্রে।’

তি‌নি অভিযোগ ক‌রে ব‌লেন, ‘ইতিম‌ধ্যে সি‌লেট মহানগ‌রের ভেতর প্রশাস‌নিক রদবদল চল‌ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category