1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
পাঠান" মুক্তির তারিখ পেছানোর দাবিতে একাট্টা ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির নির্মাতারা - dailybanglakhabor24.com
  • January 5, 2025, 6:35 pm

পাঠান” মুক্তির তারিখ পেছানোর দাবিতে একাট্টা ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির নির্মাতারা

  • Update Time : রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ | রাত ১২:৩৫
  • 80 Time View

মোহাম্মদ সেলিম মিয়া

দীর্ঘদিন যাবত চরম দুর্দিনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের চলচ্চিত্রশিল্প। সিনেমার এই ক্রান্তিকালে এই শিল্পের ভবিষ্যত নিয়ে যখন হতাশ দেশের নির্মাতা,শিল্পী ও কলাকুশলীরা তখন  আগামী ৫ মে দেশের সিনেমাহলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে উপমহাদেশের চলচ্চিত্র “পাঠান”। সিনেমার এই দুঃসময়ে দেশের প্রেক্ষাগৃহগুলোতে ” পাঠান” মুক্তি পেলে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত  সিনেমাগুলো মুখ থুবড়ে পড়বে৷ যার কারণে  “পাঠান” মুক্তির তারিখ অন্তত দুই সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছবির প্রযোজক, নির্মাতা,শিল্পী ও কলাকুশলীরা। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর লগ্নিকৃত অর্থ তুলে আনার লক্ষ্যে  ৫ মে ” পাঠান” এর মুক্তির তারিখ পেছানোর জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানিয়েছেন তারা।
গতকাল রবিবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই আহবান জানান ঈদের ছবির প্রযোজক,নির্মাতা,শিল্পী ও কলাকুশলীরা।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, “কিল হিম” এর প্রযোজ ও পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন জয়, নির্মাতা সৈকত নাসির, সোলায়মান হোসেন লেবু, তপু খান,” লোকাল” এর নির্মাতা সাইফ চন্দন, চিত্রনায়ক জয় চৌধুরী,  আদর আজাদ প্রমুখ।
বক্তারা বলেন,  আমরা  ” পাঠান”  মুক্তির বিরোধীতা করছি না। আমরা চাচ্ছি ৫ মে’র পরিবর্তে আরো দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক৷ এতে করে ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো লগ্নিকৃত অর্থ তুলে নিতে সক্ষম হবে। ফলে ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির প্রযোজকরা তাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পাবে। এতে করে খাদের কিনারে থাকা চলচ্চিত্রশিল্পে নতুন করে প্রাণের সঞ্চার ঘটবে। কারণ ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো দর্শকরা সাদরে গ্রহণ করেছে।  আর এই সময়ে “পাঠান” মুক্তি পেলে ঘুরে দাঁড়ানোর পথে এগিয়ে যাওয়া চলচ্চিত্রশিল্প নতুন করে মুখ থুবড়ে পড়বে। তাই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর স্বার্থে এবং চলচ্চিত্রের সামগ্রিক স্বার্থে ” পাঠান” এর মুক্তি দুই সপ্তাহ পেছানোর দাবি গোটা চলচ্চিত্রশিল্পের মানুষদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category