1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট : ইসি আলমগীর - dailybanglakhabor24.com
  • December 4, 2024, 8:02 pm

নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট : ইসি আলমগীর

  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ | রাত ২:০২
  • 41 Time View

অনলাইন ডেস্ক
নির্বাচনের পরিবেশ ও আমাদের কার্যক্রম দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং  অন্যরা নির্বাচন কমিশনের চাপে আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
মঙ্গলবার ময়মনসিংহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি আলমগীর।
ইসি আলমগীর বলেন, নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না।
ভোটারদের উপস্থিতি ভালো থাকবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভোটারের উপস্থিতি বাড়ানো আমাদের কাজ না। এটা প্রার্থীদের কাজ। আমাদের দায়িত্ব হলো ভোটের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়া।
নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে কোনো চ্যালেঞ্জ নেই। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার সব প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। নির্বাচনে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রয়োজনে থাকবে সেনাবাহিনীও।
সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category