1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
নাট্যম রেপার্টরির ‘দমের মাদার’ - dailybanglakhabor24.com
  • July 5, 2024, 9:30 pm

নাট্যম রেপার্টরির ‘দমের মাদার’

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩ | রাত ৩:৩০
  • 42 Time View

সাংস্কৃতিক প্রতিবেদক
ধর্ম ও রাজনীতি নিয়ে ব্যবসা চলছে যুগের পর যুগ। আর বিষয়কে উপজীব্য করে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো ভিন্নধর্মী গল্পের নাটক ‘দমের মাদার’।
নাটকের দল নাট্যম রেপার্টরির প্রযোজনায় বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এই নাটকটি।
সাধনা আহমেদের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন আইরিন পারভীন লোপা।
যুগে যুগে কালে কালে ধর্মকে নিয়ে চলেছে নানা ধরণের ব্যবসা। দেশে দেশে ধর্মকে নিয়ে চলছে রাজনীতি। মানুষ আলাদা হয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে। এ যেন এক অন্ধ রাহুর গ্রাস। আর এই রাহুর গ্রাস যুগ থেকে যুগান্তরে সুন্দরকে, সত্যকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু অসুন্দর, অসত্য কখনো মানব কল্যাণের পথে বা মানবতার পথে বাধা হতে পারে না। মাদার পীরের এক ভক্ত সম্প্রদায়কে ঘিরে গড়ে উঠেছে দমের মাদার নাটকের গল্প।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-শিশির রহমান, শুভাশিষ দত্ত তন্ময়, পারভীন আখতার পারু, শামীমা আক্তার মুক্তা, ফজলে রাব্বি সুকর্ণ, দেলোয়ার হোসেন উজ্জল, জান্নাতুল ফেরদৌস হ্যাপি, তাহমিনা খানম, মনোহর দাস, অমিতাভ রাজিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category