1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
নাজমুল বাপ্পীর পরিচালনায় পেইন্টিং কর্মশালা - dailybanglakhabor24.com
  • July 11, 2024, 5:31 am

নাজমুল বাপ্পীর পরিচালনায় পেইন্টিং কর্মশালা

  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪ | সকাল ১১:৩১
  • 20 Time View

বিনোদন প্রতিবেদক
চিত্রশিল্পী মোঃ নাজমুল হক বাপ্পীর পরিচালনায় দেশের সর্ব বৃহৎ চাইনিজ পেইন্টিং কর্মশালা শুরু হতে যাচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি । বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি তে অনুষ্ঠিত হবে যা পরিচালনা করবেন জনপ্রিয় চিত্রশিল্পী ও নাট্যর্নিমাতা নাজমুল হক বাপ্পী।চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বি এফ.এ এবং এম.এফ.এ ডিগ্রী সম্পন্ন করে প্রথম শ্রেনী ডিগ্রী অর্জন করেন।এরপর তিনি চায়না সরকারের শতভাগ বৃত্তি নিয়ে চাইনিজ পেইন্টিং এর উপর উচ্চতর ডিগ্রী অর্জন করেন।বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর ড্রয়িং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।চিত্রশিল্পের বিভিন্ন মাধ্যমে বাপ্পী জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে বহু পুরস্কার অর্জন করেন।
চাইনিজ পেইন্টিং এই কর্মশালাটির বিষয়ে নাজমুল হক বাপ্পী বলেন,বাংলাদেশে চাইনিজ পেইন্টিং এর চর্চা নেই বললেই চলে।।অনেক প্রাচীন যাদুময়ী ব্রাশিং শিল্পনৈপূর্নে পরিপূর্ন এই চাইনিজ পেইন্টিং বিষয়ে কর্মশালাটি চারুকলার ছাত্র-ছাত্রী এবং শিল্পীদের জন্য খুবই গুরুত্বপূর্ন।শিল্পীগন বিশেষ উপকৃত হবেন বলে আমার বিশ্বাস । অংশগ্রহনকারী সব শিল্পীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category