মোহাম্মদ সেলিম মিয়া
মডেল,নৃত্যশিল্পী,অভিনেত্রীর পরিচয় ছাপিয়ে এবার গীতিকার হিসেবে নিজের নাম লেখালেন রুবিনা আলমগীর। “তুই বড় বেঈমান ” শিরোনামে বিরহের কথামালায় সাজানো এই গানটিতে কন্ঠও দিয়েছেন প্রতিশ্রুতিশীল এই শিল্পী৷ মিউজিক ভিডিওর শুটিং শেষে গানটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। এই গানটি রুবিনা আলমগীরের ৩য় তম লিখা মৌলিক গান।
অভিনয়ের পাশাপাশি নিয়মিত গান লিখা চালিয়ে যাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, লেখালেখির অভ্যাস আমার শৈশব থেকেই। নিয়মিত না হলেও মাঝে মাঝেই ভালো কিছু গান লেখার চেষ্টা অব্যাহত থাকবে।
রুবিনা আলমগীরের সাথে গানটিতে মডেল ছিলেন ইসমত আরা লেমন ও আকাশ। পরিচালনায় ছিলেন রুবিনা আলমগীর নিজেই।
রুবিনা আলমগীর এ পর্যন্ত চলচ্চিত্র সহ কাজ করেছে নাটক,শট ফিল্ম,ওয়েব ফিল্ম,মিউজিক্যাল ফিল্ম,ডকুমেন্ট ফিল্ম,টিবিসি ও মিউজিক ভিডিওতে।
মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু চলচ্চিত্র সহ নিজ কন্ঠে গাওয়া ৪টি গান ।
মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন বহুমুখী প্রতিভার অধিকারী রুবিনা আলমগীর।