1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
দুবাইয়ের আরাভ কি আমিন খানের ভাই? ভুল ভাঙালেন নায়ক - dailybanglakhabor24.com
  • September 6, 2024, 8:58 pm

দুবাইয়ের আরাভ কি আমিন খানের ভাই? ভুল ভাঙালেন নায়ক

  • Update Time : শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ | রাত ২:৫৮
  • 99 Time View

বাংলা খবর নিউজ ডেস্ক: পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের জুয়েলার্সের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে দুবাই গেছেন দেশীয় কয়েকজন তারকা। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা-সমালোচনার ঝড় বয়ে চলেছে। নামের মিল থাকায় অনেকেই দুবাইয়ের সেই আরাভ খানকে চিত্রনায়ক আমিন খানের ভাই ভেবে ভুল করছেন, যা নায়কের পরিবারকে বিব্রত করছে।

এ প্রসঙ্গে আমিন খান সংবাদমাধ্যমকে জানান, ‘আরাভ খান নামে আমার কোনো ভাই নেই। দুবাইয়ের আরাভ খানকে আমি চিনি না। অনেকেই ভুল করে তাকে আমার ভাই ভাবছেন। অনেকেই আমার কাছে জানতেও চেয়েছেন, এতে আমি বিব্রত বোধ করছি।’

তিনি আরও জানান, তারা তিন ভাই। বাকি দুই ভাইয়ের নাম আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম। তারা সবাই ঢাকাতেই থাকেন।

আমিন খানের ভাই আশরাফুল ইসলাম ‘ভালোবাসলে দোষ কি তাতে’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেখানে তার নাম আরাভ খান ব্যবহার করা হয়েছিল। যে কারণে অনেকেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভের সঙ্গে আমিন খানের ভাইকে গুলিয়ে ফেলছেন। আর তাই নায়ক মনে করেন, সবার ভুলটা ভাঙানো দরকার।

আমিন খানের ভাই আশরাফুল ইসলাম একজন বিজ্ঞাপন নির্মাতা। পাশাপাশি কিছু নাটক ও টেলিছবি বানিয়েছেন, অভিনয়ও করেছেন।

 

আশরাফুল ইসলাম জানান, ‘আমার ডাকনাম আরাভ খান। তবে খুব কম মানুষই এ নামে জানতেন। আমার প্রথম সিনেমায় পরিচালক এ কিউ খোকনের কথায় এই নামটি ব্যবহার করা হয়েছিল।’

আশরাফুল ইসলামের ভাষ্য, ‘কিছু কিছু নিউজে লেখা হয়েছে, দুবাইয়ের সেই আরাভ খান চিত্রনায়ক আমিন খানের ভাই। এটা সত্য নয়। সেই ব্যক্তি তো দুবাইয়ে আছেন। আর আমি দেশে বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত আছি।’

তিনি যোগ করেন, ‘অনেকেই সেই আরাভ খানের সঙ্গে আমার ছবিও গুলিয়ে ফেলেছেন। কেউ কেউ মিলও পাচ্ছেন! সবাইকে বলব, আপনারা বিভ্রান্ত হবেন না।’

প্রসঙ্গত, আরাভ জুয়েলার্সের জমকালো উদ্বোধনের খবর প্রকাশ্যে আসতেই জানা যায়, আরাভ নামের এই স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম। ২০১৮ সালে এই হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যান তিনি। পরবর্তীতে ভুয়া নাম-পরিচয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দুবাইয়ে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার বড় স্বর্ণ ব্যবসায়ী। আরাভকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category