নিজস্ব প্রতিবেদক, রংপুর
নির্বাচনী প্রচারণা সভায় যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের তারাগঞ্জে পৌঁছেছেন। তার সাথে রয়েছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
প্রধানমন্ত্রী বেলা ১১ টা ৫২ মিনিটে মঞ্চে উপস্থিত হন। এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতা আমিনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আব্দুল মতিন।
এর আগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে তারাগঞ্জে আসেন। এসময় রংপুরবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। তারাগঞ্জে জনসভায় বক্তব্য শেষে মিঠাপুকুর ও পীরগঞ্জে যাবেন। তার সাথে কেন্দ্রীয় নেতারা রয়েছেন।