টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ( ট্র্যাব) সম্মাননা ২০২৩ এ ভূষিত হয়েছেন মডেল ও অভিনেত্রী রুবিনা আলমগীর। নিজের নাম ও উপজেলাকে নিয়ে নির্মিত মিউজিক ভিডিও ” রূপগঞ্জের রুবিনা’ র জন্য এই সম্মাননা পাচ্ছেন উঠতি এই মডেল তারকা।
আগামীকাল বুধবার বিকালে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
এতে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
অনুষ্ঠানের সভাপতিত্বে থাকবেন ট্র্যাব সভাপতি সালাম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখবেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক বাদল আহমেদ।
সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নাচ,গানসহ নানা পরিবেশনায় অংশ নেবেন চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের তারকাশিল্পীরা।