অনলাইন ডেস্ক
ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ৩-১ গোলের বড় জয় পেয়ে প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকল জামাল ভূঁইয়ার দল।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রবিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য অঘোষিত ফাইনালের মতো। শুরুতে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান রাকিব।
এরপর এগিয়ে নেন তারিক কাজী। শেষ দিকে জয় নিশ্চিত করেন শেখ মোরসালিন।
শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দেন রাকিব হোসেন। গোল করে দলকে এনে দেন সমতা।
তাতেই আসে স্বস্তি। পরে তারিক আগের ম্যাচের ভুলের প্রায়শ্চিত্ত করলেন দলকে এগিয়ে নিয়ে। আর এভাবেই ম্যাচ জুড়ে সাহসী ফুটবলের পসরা মেলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ।