নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ মারা গেছেন। সোমবার (৩ জুলাই) রাত নয়টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
হৃদরোগসহ একাধিক জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন। গত তিন মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন।
আফতাব আহমদের কবি ও লেখক হিসেবে পরিচিতি রয়েছে। তিনি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের সঙ্গে ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে।