1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
গাজার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান - dailybanglakhabor24.com
  • July 6, 2024, 6:32 am

গাজার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

  • Update Time : বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ | দুপুর ১২:৩২
  • 31 Time View

অনলাইন ডেস্ক
গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস আধানম ঘাব্রায়েসাস।
মঙ্গলবার গাজার একটি হাসপাতালে ভয়াবহ হামলায় কয়েকশ’ মানুষ নিহত হওয়ার পর এমন বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।  
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, ‘গাজার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অবিলম্বে আমাদের সকল পক্ষের সহিংসতা বন্ধ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘প্রতি মুহূর্ত আমরা ওষুধসহ চিকিৎসা সহায়তা পাওয়ার অপেক্ষা করি আর এভাবেই প্রাণ হারাই। ’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘জীবন রক্ষাকারী বিভিন্ন পণ্যের সরবরাহ শুরু করার জন্য অবিলম্বে আমাদের সেখানে যাওয়া প্রয়োজন। ’
মঙ্গলবার রাতে গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
প্রসঙ্গত, গত ১১ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র : এপি ও ব্যারনস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category