1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্বলন - dailybanglakhabor24.com
  • July 25, 2024, 7:40 am

গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্বলন

  • Update Time : শনিবার, নভেম্বর ১৮, ২০২৩ | দুপুর ১:৪০
  • 28 Time View

সাংস্কৃতিক প্রতিবেদক
গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, মীর বরকত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, এবং বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় বর্বর হামলায় সৃষ্টি হ‌ওয়া মানবিক বিপর্যয়ের জন্য শুধু ইসরাইল নয়, তাদের সমর্থন ও সহযোগিতা দেওয়া প্রভাবশালী রাষ্ট্রগুলোও দায়ী। বাংলাদেশের ইসলামী দলগুলোসহ যে রাজনৈতিক দলগুলো ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছে না তাদের‌ও সমালোচনা করেন সংস্কৃতিজনেরা। তারা বলেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ যেভাবে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তা মানবিকতার অনন্য দৃষ্টান্ত। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।
ইসরাইলের হামলায় ফিলিস্তিনে এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে প্রাণহারানো মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১শে নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনের নামে সহিংসতা করে যারা প্রাণহানি ও দেশের সম্পদ বিনষ্ট করছে, তদের বিষয়েও সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category