1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
কোরিয়ান শিল্পীতে মুগ্ধ বাংলাদেশ - dailybanglakhabor24.com
  • July 6, 2024, 7:47 am

কোরিয়ান শিল্পীতে মুগ্ধ বাংলাদেশ

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩ | দুপুর ১:৪৭
  • 37 Time View

মোহাম্মদ সেলিম মিয়া

শিল্পী আর্টজি গাইলেন আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই। কোরিয়ার বিখ্যাত এই গায়িকার কন্ঠে বাংলাদেশের গানে দেশপ্রেমের উন্মাদনা তৈরি হয় গোটা মিলনায়তনে। বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শনে কোরিয়ান শিল্পী আর্টজির এই গান অনন্য করে তোলে আয়োজনকে। এরপর কোরিয়ান নাচের উদ্দামতায় ঝড় উঠেছিলো শিল্পকলা একাডেমিতে। দেশটির ফোক সংগীতের সাথে সেই দেশের নাচের মিশেল অনন্য করে তুলেছিলো শরতের সন্ধ্যাকে। দেশটির নাচের দল আর্টজি অ্যান্ড লেমোনেড নাচের সাথে শারীরিক কসরতে মুগ্ধতা ছড়ান গোটা মিলনায়তনে। এমন দৃশ্য ছিলো কোরিয়া-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে।
শনিবার রাতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় “কোরিয়ান মিউজিক লাইভ কনসার্ট” শিরোনামের এই আসর।
এতে পারফর্ম করে কোরিয়ার বিখ্যাত নাচের দল ই স্যাং, হং জোসহ দেশটির প্রথম শ্রেণীর শিল্পীরা।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই দলীয় নাচ ও দলীয় গানে অংশ নেয় বাংলাদেশের শিল্পীরা।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক।
এসময় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category