অনলাইন ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ সোমবার এক বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মান্না বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অসত্য ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে, যা তার রাজনৈতিক আদর্শের পরিপন্থি। তিনি এই তথ্যকে ‘মিথ্যা, কাল্পনিক ও মনগড়া’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি এই সরকারের অধীনে কোনো পাতানো প্রহসনমূলক নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে দেশের জনগণকে তার প্রতি আস্থা ও বিশ্বাস অটুট রেখে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারবিরোধী প্রতিটি আন্দোলন কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার আহ্বান জানান।