অনলাইন ডেস্ক
রাজধানীর কলাবাগান সেন্ট্রাল রোড এলাকার একটি বাসার ফ্রিজ থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সংবাদ পেয়ে সেই বাসায় গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার তারা। শিশুটির বয়স হবে আনুমানিক ৮ থেকে ১০ বছর। তার নাম ঠিকানা এখনও জানা যায়নি।
এ বিষয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় সাথী আক্তার নামে এক গৃহকত্রীর বাসায় কাজ করতো ওই শিশুটি। তবে ঘটনার পর থেকে সাথী আক্তারকে আর পাওয়া যাচ্ছে না।
তবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এদিকে কলাবাগান থানার ইন্সপেক্টর (অপারেশন) বিজয় কুমার দাস জানান, যতটুক জানা গেছে শিশুটি গৃহকর্মী হিসেবে কাজ করতো সাথী আক্তারের বাসায়। মরদেহ উদ্ধারের সময় সাথী আক্তারকে পাওয়া যায়নি। সিআইডি ওই বাসা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।