নিজস্ব প্রতিবেদক
আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানার উদ্যোগে এক আলোচনা সভা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পল্টন থানা আহবায়ক অ্যাডভোকেট মুন্সি আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মোল্লা রনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সংগ্রামী সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। বিশ্বের অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর
প্রধান অতিথির বক্তব্যে মন্জু বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে পুনর্গঠন করতে হবে। স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও আমরা অধিকার বঞ্চিত। জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে একটি কল্যানরাষ্ট্রে পরিনত করার লক্ষ্যেই এবি পার্টির প্রতিষ্ঠা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, ছাত্র বিভাগের সমন্বয়ক মোঃ প্রিন্স, নারী নেত্রী ফেরদৌসী আক্তার অপি, আজিজা সুলতানা, পল্টন থানা যুগ্ম আহবায়ক সোহাগ হোসেন থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।