1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
এবার সিনেমায় ছাত্রীরূপে রুবিনা আলমগীর - dailybanglakhabor24.com
  • December 4, 2024, 7:30 pm

এবার সিনেমায় ছাত্রীরূপে রুবিনা আলমগীর

  • Update Time : শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ | রাত ১:৩০
  • 200 Time View

মোহাম্মদ সেলিম মিয়া

বহুমাত্রিক চরিত্রে নিজের পারদর্শিতা ও দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়ে এবার কলেজ ছাত্রী রূপে বড় পর্দায় হাজির হচ্ছেন গ্ল্যামার গার্ল রুবিনা আলমগীর। শফিকুল আলম পরিচালিত “সু-স্বাগতম” ছবিতে কলেজ ছাত্রীর ভূমিকায় দেখা যাবে সুন্দরী এই মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রীকে। গানটির কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় নৃত্য পরিচালক এ কে আজাদ। কলেজ ছাত্রীর চরিত্রের একটি গানে নাচের ঝংকার তুলেছেন নৃত্যপটীয়সী এই শিল্পী। আজ শুক্রবার রাজবাড়ির নয়নাভিরাম লোকেশনে গানটির দৃশ্য চিত্রায়ন হয়। আর দৃশ্য চিত্রায়নের সময় রাজবাড়ির স্থানীয় জনগনের দ্বারা সমাদৃত হয়েছেন এই শিল্পী। ছবিটির প্রোডাকশন সুত্রে জানা যায়, কলেজ ছাত্রী রূপে রুবিনার নাচে মুগ্ধ হয়ে শুটিং দেখতে আগত এলাকার লোকজন এই শিল্পীর সাথে সেল্ফি তোলার জন্য ভিড় জমায়৷ এমনকি স্থানীয় অনেকেই তাদের বাড়িতে রুবিনা আলমগীরকে দাওয়াত দিয়ে খাওয়াতে চায়। উৎসুক জনতার ভিড় বাড়তে থাকায় শুটিং শেষ করতে ইউনিটকে অনেক বেগ পেতে হয় বলে জানান রুবিনা আলমগীর। কথা প্রসঙ্গে সুন্দরী এই নৃত্যশিল্পী বলেন, দর্শকদের ভালোবাসায় আমি ধন্য। আমার নাচে মুগ্ধ হয়ে তারা আমাকে এতটা সম্মান দিবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার প্রতি দর্শকরা যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ। রাজবাড়িতে না এলে হয়তো বুঝতেই পারতাম না দর্শকরা আমাকে এতটা ভালোবাসে। ছবিটি মুক্তির পর রুবিনা আলমগীর সিনেমা দর্শকদের প্রশংসায় ভাসবেন বলে মনে করছেন ছবিটির প্রোডাকশনের সাথে সংশ্লিষ্টরা। নিজের নতুন এই ছবিটি নিয়ে বিউটিকুইন রুবিনা আলমগীর নিজেও বেশ আশাবাদি।
দীর্ঘদিন আইটেম গার্ল চরিত্রে নিজের দক্ষতার ছাপ রাখার সুবাদে ঈদুল ফিতরের পরে ভিন্নধারার গল্পের ‘আজান” ছবিতে বাউল চরিত্রে কাজ করে নিজেকে নতুন করে ভেঙ্গে বৈচিত্র্যময় চরিত্রে নিজের ক্যারিয়ারকে আলোচনার পাদপ্রদীপে নিয়ে যান। “আজান” ছবিটির বাউল চরিত্রে জনপ্রিয় গায়িকা মমতাজের গানে লিপসিং করার মধ্য দিয়ে চলচ্চিত্র পাড়ায় নিজের পজিটিভ ইমেজ তুলে ধরেন লাস্যময়ী এই নৃত্যশিল্পী ও অভিনেত্রী। আইটেম গার্ল চরিত্রের ব্যাপ্তি ঘটিয়ে বাউল চরিত্রের মধ্য দিয়ে নিজেকে প্রশংসায় ভাসান এই মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী। একের পর এক কাজের অফার আসতে থাকলেও ভিন্নধর্মী সব বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে নিজের ক্যারিয়ারকে লাইম লাইটে আনার লক্ষ্যে এবার কলেজ ছাত্রীর চরিত্রে নাচের ঝড় তুললেন সুন্দরী,সুহাসিনী ও সুনয়না রুবিনা আলমগীর৷ এই ছবিটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন সময়ের আলোচিত এই শিল্পী। ইফতেখার চৌধুরীর “রাজত্ব” ছবিতে আইটেম গার্ল চরিত্রে কাজ করার মধ্য দিয়ে এই শিল্পীর বড় পর্দায় পথ চলা শুরু ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে আটটি চলচ্চিত্র৷ এর মধ্যে মুক্তিপ্রাপ্ত ছবি গুলো হলো – রাজত্ব,কবি,ফুলজান। আর মুক্তির অপেক্ষায় রয়েছে -বাজি, পাহাড়ি মেয়ে, শেষ কথা, সু-স্বাগতম, ও ” আজান,। নাচ ও অভিনয়ের পাশাপাশি শখের বশে গানও করছেন তিনি। এরই মধ্যে শেষ করেছেন নিজের গাওয়া ৫টি মিউজিক ভিডিওর কাজ। এই কোরবানির ঈদে মুক্তি পেয়েছে রুবিনা আলমগীরের একটি মিউজিক ভিডিও আর কথাবার্তা চলছে নতুন কিছু কাজের। ব্যাটে-বলে মিলে গেলে এবং গল্প ও চরিত্র পছন্দ হয়ে গেলে খুব শিগ্রই নিজেকে নতুন কাজের সাথে জড়াবেন বলেও তিনি জানান। দর্শকদের ভালোবাসা ও দোয়ায় নিজের ক্যারিয়ারকে সফলতার স্বর্ণালি শিখরে উন্নীত করতে চান রুবিনা আলমগীর।প

Please Share This Post in Your Social Media

More News Of This Category