1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
ঈদের পূর্বেই কারাবন্দী আলেমদের মুক্তি দাবী -জমিয়তের - dailybanglakhabor24.com
  • July 8, 2024, 5:48 am

ঈদের পূর্বেই কারাবন্দী আলেমদের মুক্তি দাবী -জমিয়তের

  • Update Time : শনিবার, এপ্রিল ১, ২০২৩ | সকাল ১১:৪৮
  • 122 Time View

 

নিজস্ব প্রতিবেদক

 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আগামী ঈদুল ফিতরের পূর্বেই কারাবন্দী আলেমদের মুক্তি দাবী করে বলেছেন: দেশের চলমান অর্থ সংকট ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির মূল কারণ হচ্ছে দুর্নীতি ও কালোবাজারি। দুনিয়ার আইন দিয়ে এ সব অশুভ প্রবণতা রোধ করা সম্ভব নয়। তাক্বওয়া তথা মহান আল্লাহর ভয়ই হচ্ছে এক্ষেত্রে একমাত্র কার্যকর হাতিয়ার। সুতরাং তাক্বওয়া ভিত্তিক নেতৃত্ব সৃষ্টি করে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

আজ ( ৯ রমজান ১লা এপ্রিল শনিবার-) পল্টনস্থ দলীয় কার্যালয়ে উলামায়ে কেরাম,রাজনীতিবিদ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিলে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ এ সব কথা বলেন।

সুনামগঞ্জ ৩ আসেনের সাবেক সংসদ সদস্য জমিয়তের সহ সভাপতি এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মাওলানা মোস্তফা তারিকুল হাসান, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোছাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজীজ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ দ্বীনী শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা মোহাম্মদ আলী কাসেমী,জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা লোকমান মাজহারী, জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী। অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফ্ফার ছয়ঘরী, বশিরুল হাসান খাদিমানী, মাওলানা মাহবুবুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category