1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
ঈদের ছুটিতে দেশে এসে ঢাকায় বাসচাপায় নিহত চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী - dailybanglakhabor24.com
  • December 4, 2024, 2:40 pm

ঈদের ছুটিতে দেশে এসে ঢাকায় বাসচাপায় নিহত চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ | রাত ৮:৪০
  • 61 Time View

অনলাইন ডেস্ক
রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. জাহিদ হাসান (২৪)। তিনি চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন।
ঈদের ছুটিতে বাংলাদেশে এসেছিলেন।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জাহিদকে হাসপাতালে নিয়ে যাওয়া তার ভাই মো. ইমরান হোসেন।
তিনি বলেন, ‘জাহিদ চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে।
ছুটিতে সে বাংলাদেশে আসে। আজ বৃহস্পতিবার আমরা রামপুরা এলাকায় একটি কাজ শেষ করে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
তারা মো. মোদাস্বের আলীর সন্তান। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকেন। তারা তিন ভাই ও এক বোন।
মৃত্যর খবর নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category