নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন শুদ্ধচিত্ত।
সোমবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
সংগঠনের আহবায়ক বিশিষ্ট অভিনেত্রী আরজুমান্দ আরা বকুলের সভাপতিত্বে এবং সদস্যসচিব শিল্পী বিল্লাল হোসেন জুয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আবু মুসা আরিফ বিল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা: আব্দুল ওহাব মিনার।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক শাহাদাতুল্লাহ টুটুল, আব্দুর রব জামিল, আফ্রিদ হোসেন তমাল, সারাফ আনজুম বিভা, নুসরাত রহমান খান নিশাত প্রমূখ। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়।