1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার ইফতার মাহফিল  অনুষ্ঠিত - dailybanglakhabor24.com
  • November 24, 2024, 1:45 am

ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার ইফতার মাহফিল  অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, মার্চ ১৬, ২০২৪ | সকাল ৭:৪৫
  • 28 Time View

গতকাল ১৫ ই মার্চ ২০২৪ রোজ শুক্রবার  অস্ট্রিয়ায় বসবাসকারী সকল মুসলমানদের সংস্থা ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার (IGGÖ) উদ্যোগে ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্ট এ লাক্সারিয়াস এটাপ ইভেন্ট সেন্টারে ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়। ইভেন্ট সেন্টারের প্রবেশদ্বারে সকল আমন্ত্রিত মেহমানদেরকে স্বাগত জানান ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভুত  জনাব অমিত ভুরাল , ভাইস-প্রেসিডেন্ট বসনিয়ান বংশোদ্ভুত আদিস কান্দিস, সুপ্রিম কাউন্সিল মেম্বার ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান বাংলাদেশী বংশোদ্ভুত ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।মুসলমানদের গুরুত্ব পূর্ণ এই সংস্থাটির প্রেসিডেন্ট জনাব, অমিত ভুরাল  উদ্বোধনী বক্তব্য পেশ করেন। এসময়, অস্ট্রিয়ায় মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা মূলক কাজ করার জন্য বিভিন্ন ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- তুর্কিশ রাষ্ট্রদূত অজান সেয়হুং,  ভিয়েনার পার্লামেন্ট মেম্বার  ডিপ.ইঞ্জিনিয়ার ওমর আল রাবী ও  আসলিহান বজাতেমার, অথরিটির  সাবেক তিন প্রেসিডেন্ট ড. আনাস শাকফে, ড. ফুয়াদ সানাচ, ইব্রাহিম অল্গুন, রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্যগণ, কেন্দ্রীয় শুরা সদস্যগণ, ধর্মতাত্ত্বিক উপদেষ্টা পরিষদ, স্পেশালিস্ট ইন্সপেক্টরগণ,ঈমাম পরিষদ,  টার্কিশ, বসনিয়ান, আরবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ানদের  দশটি  ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রায় ৩০০ মুসলিম নেতৃস্থানীয় লোক।

এছাড়াও এশিয়ান ইসলামিক কমিউনিটি আরও উপস্থিত ছিলেন বাংলাদেশী কমুনিটির ভিয়েনা মুসলিম সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবু মুসা, চেয়ারম্যান মুরাদুল আলম, মাসজিদুল ফালাহর সভাপতি জনাব হাবিবুর রহমান,  আফগান কমিউনিটি লিডার আব্দুল গনি  নাজারী, আব্দুল গনি  হাকিমী, ইঞ্জিনিয়ার এসহাক, ইন্দোনেশিয়ান কমিউনিটি লিডার আনডি জুনিরশাহ, পাকিস্তানী কমিউনিটির আকরাম বাউজা  প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category